রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন  

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন  

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৫ম জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার  উদ্দিন, প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিনসহ জেলার উপজেলা ও ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা আগামী ১৭ জানুয়ারি ৫ম জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতিমূলক আলোচনা ও উৎসাহ  প্রদান করেন।

টিএইচ